ভূগোল থেকে আরো প্রশ্ন

Show Important Question


241) ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ কাকে বলা হয় ?
A) স্ট্রম্বলী
B) ভিসুভিয়াস
C) মাঊন্ট পোপো
D) এটনা

242) বালিয়াড়ির সঙ্গে কোন নামটি জড়িত –
A) ডেভিস
B) চেম্বারলিন
C) পাওয়েল
D) ব্যাগনল্ড

243) সাহারা মরুভূমিতে সব থেকে বেশি দেখা যায় –
A) ইনসেলবার্গ
B) বাজাদা
C) প্লায়া
D) গৌর

244) প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল –
A) পর্বত
B) মহাদেশ
C) জলপ্রপাত
D) মালভূমি

245) হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদকে বলে –
A) প্যাটার্নওস্টার হ্রদ
B) করি হ্রদ
C) ফিয়র্ড হ্রদ
D) টার্ন হ্রদ

246) প্লায়া হ্রদগুলিকে আফ্রিকায় বলে –
A) শটস
B) আর্গ
C) হামাদা
D) রেগ

247) নীলনদের বদ্বীপটি হল –
A) পাখির পায়ের মতো বদ্বীপ
B) তীক্ষ্ণাগ্ৰ বদ্বীপ
C) অবিন্যস্ত বদ্বীপ
D) ধনুকাকৃতি বদ্বীপ

248) লোয়েস কথাটির অর্থ হল –
A) স্থানচ্যুত বস্তু
B) বালিয়াড়ি
C) বিস্তীর্ণ অঞ্চল
D) স্থানযুক্ত বস্তু

249) পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল
A) গাঙ্গেয় বদ্বীপ
B) মিসিসিপি বদ্বীপ
C) ইরাবতী দ্বীপ
D) গোদাবরী বদ্বীপ

250) সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত রাজ্যে অবস্থিতঃ
A) তামিলনাড়ু
B) কর্ণাটক
C) ওড়িষ্যা
D) অন্ধ্রপ্রদেশ

251) চার্নোকাইট হল
A) নীলগিরি নাইস
B) মণিশিলা
C) ঝাড়খণ্ডে পাওয়া যায়
D) হিমবাহ

252) আন্দামান ও নিকোবরের saddle peak কোথায় অবস্থিত ?
A) গ্রেট নিকোবর
B) মিডল নিকোবর
C) লিটল নিকোবর
D) নর্থ নিকোবর

253) গ্রীষ্ণের শেষে বর্ষার শুরুতে মৌসুমীবায়ু কোনদিক থেকে ভারতে প্রবেশ করে?
A) উত্তর-পূর্ব
B) দক্ষিণ-পশ্চিম
C) উত্তর
D) দক্ষিণ

254) রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলা হয়—
A) ধরিয়ান
B) কয়াল
C) ধান্ধ
D) টেরিস

255) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম-
A) আনাইমুদি
B) দোদাবেতা
C) কালসুরাই
D) মাকুরতি

256) ‘ভূমধ্যসাগরের চাবি’ কাকে বলা হয়?
A) জিব্রাল্টার প্রণালী
B) তুরস্ক
C) সুয়েজ খাল
D) ইজিপ্ট

257) শান্ত সমুদ্র (Sea of tranquility) কোথায় ?
A) আটলান্টিক মহাসাগরের উত্তরে
B) প্রশান্ত মহাসাগরের দক্ষিণে
C) আন্টার্টিকায়
D) চন্দ্রে

258) নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে বর্তমানে ভারতের সর্বোচ্চ দুগ্ধ উৎপাদনকারী রাজ্য হল--
A) অরুণাচল প্রদেশ
B) উত্তর প্রদেশ
C) সিকিম
D) তামিলনাড়ু

259) গ্রানাইট শিলায় দ্বারা গঠিত অঞ্চলে পাহাড়ের চূড়া গুলি কি রূপ
A) চ্যাপ্টা
B) গোলাকার
C) শঙ্কু আকৃতির
D) চূর্ণ-বিচূর্ণ

260) কোন ধরনের বালিয়াড়ি প্রিয়ান নামে পরিচিত
A) স্থিতিশীল
B) চলনশীল
C) তির্যক
D) অনুদৈর্ঘ্য